
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান। এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুশীল চন্দ্র বমন, সহকারী শিক্ষক মানিক মিয়া, শিক্ষক নূর মোহাম্মদ, শিক্ষক আতাউল্লাহ মাহবুব, বিদায়ী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া দিপা, শিক্ষার্থী নুসরাত জাহান নুরী, উম্মুল মুমেনিন দিঘি প্রমুখ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বিদ্যালয় থেকে চলতি বছর ৯১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।