নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
জামালপুর সদর উপজেলার রশিদপুরে ১৭ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে তিনজন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে জামালপুর সদর উপজেলার রশিদপুর একালায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. শহিদুল্লাহ (৩৫), মো. সাজ্জাদ হোসেন (৩৫) ও মো. রোমান (৩০) নামে তিনজন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশী করে মোট ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।
গ্রেপ্তার ইয়াবা কারবারিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।