জামালপুরে তামাকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নাটাবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ শফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রাচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ জানুয়ারি দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি-নাটাব আলোচনা সভার আয়োজন করে। এর আগে সকালে শহরের বিভিন্ন স্থানে প্রচারাভিযান চালায় নাটাব।

নাটাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা হাকিম মুহাম্মদ শফিকুল ইসলাম।

নাটাব জেলা শাখার সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনএসআই এর সহকারী পরিচালক রাইয়ান রাজ্জাক, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জোনাঈদ আফ্রাদ ও পুলিশ পরিদর্শক মুহাম্মদ তরিকুল ইসলাম।

বক্তারা এ সময় যেসব স্থানে জনসমাগম বেশি সেসব স্থানে তামাক ব্যবহারের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।

আলোচনা সভায় জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা, সমাজসেবা কর্মকর্তা আশিক আহমেদ, দৈনিক আলোচিত জামালপুরের সম্পাদক সাযযাদ আনসারী, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি ইকরামুল হক নবীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

নাটাবের উদ্যোগে তামাকবিরোধী আইন বাস্তবায়নের প্রচারিভিযান। ছবি : বাংলারচিঠি ডটকম

এদিকে একই দিনে সকালে জামালপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রাচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। তমালতলা মোড়ে নাটাব আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এ ছাড়াও জামালপুর পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা, নাটাব জামালপুরের সভাপতি তানভীর আহমেদ হীরা, মাঠ কর্মকর্তা মো. শাহিনুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তামাক ও নেশা জাতীয় দ্রব্য পরিহার করার আহবান জানান। পরে তামাকবিরোধী সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।