সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় পানিতে ডুবে সোয়াইব নামের তিন বছর বয়সের এক শিশু মারা গেছে। সে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রির চর দক্ষিণপাড়া গ্রামের নহেলের ছেলে। নিখোঁজ হওয়ার পর ৭ জানুয়ারি বাড়ির কাছের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু সোয়াইব ৬ জানুয়ারি দুপুর থেকে নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। ৭ জানুয়ারি দুপুরে স্থানীয়রা তাদের বাড়ির পাশের বয়শা বিলে শিশুটির মরদেহ দেখতে পেয়ে তার পরিবারে খবর দেয়। পরে স্বজনরা সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে।
চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামজ্জুামান সুরুজ পানিতে ডুবে ওই শিশু মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।