ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে মরহুম রুস্তম আলী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বরেণ্য সাংবাদিক আমানুল্লাহ কবীরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত ২০ জানুয়ারি ট্রাম্পের জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন ভারতে ১২ মাওবাদীকে হত্যা প্রায় ২৫০০ জনের সাজা মওকুফ করলেন বাইডেন : যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি বাংলাদেশের সহকারী কোচের পদ ছাড়লেন পোথাস ১৮ জানুয়ারি শুরু নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম দিন মাঠে নামছে বাংলাদেশ সরিষাবাড়ীতে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে ইলেকট্রিক মিস্ত্রিকে হত্যা, আটক ২ মাদারগঞ্জে সাব রেজিস্টার অফিসসহ কয়েকটি অফিসের ওয়েবসাইটে বহাল শেখ হাসিনার ছবি মাদারগঞ্জে যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রম শুরু

বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
রাজশাহী বিভাগকে হারিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবলের শিরোপা জয় করেছে রংপুর বিভাগ। ২৩ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রংপুর ২-১ গোলে হারায় রাজশাহীকে।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ফুটবলের সোনালী অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে জাতির পিতার নামানুসারে দেশব্যাপী এই টুর্নামেন্টটি আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে নক আউট পর্বের এই টুর্নামেন্টটি শেষ হয়েছে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

গত সেপ্টেম্বরে নেত্রকোনা জেলার বারহাট্টার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ম্যাচ দিয়ে শুরু হয় এ টুর্নামেন্ট। আসরে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়েছে গত সেপ্টেম্বরে। ওই পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল লাভ করেছে ট্রফিসহ অর্থ পুরস্কার। সেখানে পুরস্কৃত করা হয়েছে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কেও।

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত এই টুর্নামেন্টটি আয়োজনের মাধ্যমে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সারা দেশের ৫ হাজার ৫০০টি স্কুলের ১ লাখ ২৫ হাজার ফুটবলার এতে অংশ নিয়েছে।

এই টুর্নামেন্টের মাধ্যমে ৪০ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। যাদেরকে পরবর্তীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এদের মধ্যে থেকে আবার চারজন খেলোয়াড়কে বাছাই করে উচ্চতর প্রশিক্ষণের জন্য ব্রাজিলে পাঠানোর পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে মরহুম রুস্তম আলী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৮:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
রাজশাহী বিভাগকে হারিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবলের শিরোপা জয় করেছে রংপুর বিভাগ। ২৩ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রংপুর ২-১ গোলে হারায় রাজশাহীকে।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ফুটবলের সোনালী অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে জাতির পিতার নামানুসারে দেশব্যাপী এই টুর্নামেন্টটি আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে নক আউট পর্বের এই টুর্নামেন্টটি শেষ হয়েছে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

গত সেপ্টেম্বরে নেত্রকোনা জেলার বারহাট্টার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ম্যাচ দিয়ে শুরু হয় এ টুর্নামেন্ট। আসরে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়েছে গত সেপ্টেম্বরে। ওই পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল লাভ করেছে ট্রফিসহ অর্থ পুরস্কার। সেখানে পুরস্কৃত করা হয়েছে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কেও।

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত এই টুর্নামেন্টটি আয়োজনের মাধ্যমে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সারা দেশের ৫ হাজার ৫০০টি স্কুলের ১ লাখ ২৫ হাজার ফুটবলার এতে অংশ নিয়েছে।

এই টুর্নামেন্টের মাধ্যমে ৪০ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। যাদেরকে পরবর্তীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এদের মধ্যে থেকে আবার চারজন খেলোয়াড়কে বাছাই করে উচ্চতর প্রশিক্ষণের জন্য ব্রাজিলে পাঠানোর পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের।
সূত্র : বাসস