ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা মাদারগঞ্জে ক্লাব ফুটবল টুর্নামেন্টে উত্তর চরবওলা স্পোর্টিং ক্লাব এ দল চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ইসলামী সংস্কৃতি জোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বকশীগঞ্জে আওয়ামী লীগের বাধায় পণ্ড হওয়া ফুটবল খেলা সাত বছর অনুষ্ঠিত সরিষাবাড়ীর শাহানাজ আক্তার এখন তুহিন মিয়া ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত কেন্দুয়া স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন আলাইনদী থেকে আফসানা আক্তারের মরদেহ উদ্ধার দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষায় মাদারগঞ্জে দুই শতাধিক বৃক্ষরোপণ ৭৫ দিন নিখোঁজ থাকা নুহাশকে উদ্ধার করল সেনাবাহিনী

খালেদা জিয়াকে জেল থেকে বের করতে মাঠে নেমেছে কাদের সিদ্দিকী : মির্জা আজম

বর্ধিত সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

বর্ধিত সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজাকার আখ্যায়িত করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, খালেদা জিয়াকে জেল থেকে বের করতে মাঠে নেমেছেন কাদের সিদ্দিকী। তিনি নাকি ১ জানুয়ারি জেল ভাইঙ্গা খালেদারে বাইর কইরা আনব। এ জন্য ড. কামালের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন কাদের সিদ্দিকী।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ১৪ ডিসেম্বর বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মির্জা আজম আরো বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাহলে দেশের অবস্থা খারাপ হবে। আওয়ামী লীগের অবস্থা খারাপ হবে। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আবারও জামালপুরের ৫টি আসন শেখ হাসিনাকে উপহার দিতে হবে। এজন্য জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদকে আবারো নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াক হোসেন দিদার, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এ কে এম হান্নান, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম জেহাদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান যুবায়ের হিটলার প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

বর্ধিত সভায় সমাজ সেবক ও ব্যবসায়ী এমদাদুল হক এমদাদ প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের কাছে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

বর্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

খালেদা জিয়াকে জেল থেকে বের করতে মাঠে নেমেছে কাদের সিদ্দিকী : মির্জা আজম

আপডেট সময় ০৯:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
বর্ধিত সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজাকার আখ্যায়িত করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, খালেদা জিয়াকে জেল থেকে বের করতে মাঠে নেমেছেন কাদের সিদ্দিকী। তিনি নাকি ১ জানুয়ারি জেল ভাইঙ্গা খালেদারে বাইর কইরা আনব। এ জন্য ড. কামালের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন কাদের সিদ্দিকী।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ১৪ ডিসেম্বর বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মির্জা আজম আরো বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাহলে দেশের অবস্থা খারাপ হবে। আওয়ামী লীগের অবস্থা খারাপ হবে। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আবারও জামালপুরের ৫টি আসন শেখ হাসিনাকে উপহার দিতে হবে। এজন্য জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদকে আবারো নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াক হোসেন দিদার, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এ কে এম হান্নান, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম জেহাদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান যুবায়ের হিটলার প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

বর্ধিত সভায় সমাজ সেবক ও ব্যবসায়ী এমদাদুল হক এমদাদ প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের কাছে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

বর্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।