
আলী আকবর
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা ২১ নভেম্বর বিকেলে মাদারগঞ্জ মির্জা আজম অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সমীর কুমার পাল পাচুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে মাদারগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে। নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে এখন থেকে নেতাকর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।