বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক মানিক সওদাগরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি।
১২ নভেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে লিখিত বিবৃতি দিয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল হোসেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আবদুর রউফ তালুকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় আনন্দ বিরাজ করছে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর দলীয় নেতা-কর্মীরা পুনরায় তাকে সভাপতি পদে বহাল রাখার দাবি জানিয়েছেন।
উল্লেখ, ২০১৬ সালের ৬ অক্টোবর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। অপরদিকে সাবেক সাধারণ সম্পাদক মানিক সওদাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০১৪ সালে বহিষ্কার করা হয়।