জামালপুরে নাটাবের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা নিষিদ্ধ, পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে স্টেকহোল্ডারদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা করেছে জামালপুর জেলা নাটাব। ৪ নভেম্বর দুপুরে জামালপুর শহরের স্থানীয় এক রেস্টুরেন্টে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা নাটাব এ মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল নজরুল ইসলাম, সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ হারুন অর রশিদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জেলা বার কাউন্সিলের সহসভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পৌরসভার প্যানেল মেয়র রাজীব সিংহ সাহা প্রমুখ।
এ ছাড়া সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল আজম খান, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সহসভাপতি ইকরামুল হক নবীন, বিসিবির সদস্য মির্জা জিল্লুর রহমান শিপন, জেলা নাটাবের সদস্য জাকিউল ইসলাম টিপুসহ জেলা প্রশাসন, পুলিশ, জেলা শিক্ষা দপ্তর, এনএসআই, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্য বক্তারা প্রকাশ্যে ধূমপান, তামাকজাত দ্রব্যের প্রচারণা নিষিদ্ধ ও তামাকজাত দ্রব্য সেবনে মানব দেহের ক্ষতিকারক দিক তুলে ধরেন এবং তামাকজাত দ্রব্য থেকে পরিত্রাণের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা প্রকাশ্যে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ আইন কঠোর হস্তে বাস্তবায়নে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় জেলা প্রশাসক আহমেদ কবীর বলেন, প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে রেলস্টেশন, জেলা জজ আদালত প্রাঙ্গণ, হাসপাতাল, বাসস্ট্যান্ডসহ এমন জনগুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি সমাজের সচেতন মহলকে ধূমপানে নিরুৎসাহিত করতে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
- মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল জামালপুরের ১৪৭৮টি গৃহহীন পরিবার
- দেওয়ানগঞ্জে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ১৭২টি গৃহহীন পরিবার
- বকশীগঞ্জে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ১৪২টি গৃহহীন পরিবার
- ইসলামপুরে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ৮৮টি গৃহহীন পরিবার
- সরিষাবাড়ীতে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ২৯৫টি গৃহহীন পরিবার
- দেশের কয়েক’টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে
- জামালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- জামালপুরে নিউজ টুয়েন্টিফোর টিভির অফিস উদ্বোধন করেছেন মির্জা আজম এমপি
- ভোটে হেরে কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করাই বিএনপির স্বভাব : মির্জা আজম
- পুলিশের কথা মূল্যায়ন করেনি আওয়ামী লীগ মেয়র প্রার্থীর সমর্থকরা
- ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু ১৫
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাট্টিক সিরিজ জয় বাংলাদেশের
- ইসলামপুরে যমুনা পাড়ের ২ শতাধিক পরিবার পেল শীতবস্ত্র
- প্রধানমন্ত্রী’র উপহার পাচ্ছেন শেরপুরের ২৯১টি পরিবার
- বিল্ডিং ঘরে থাকমু এডেই বড় পাওয়া