দেওয়ানগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুনিয়াপাড়া এলাকায় ৩ নভেম্বর দুপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জামালপুর সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩ নভেম্বর বেলা পৌনে ১২টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার চুনিয়াপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মাদক কারবারি মো. ফরহাদ হোসেনকে (৫০) গ্রেপ্তার করা হয়। সেই সাথে তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ৩৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।