জিয়া পরিষদের আলোচনা সভা

সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘জিয়াউর রহমান ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা করেছে জিয়া পরিষদ। ২ নভেম্বর বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জিয়া পরিষদ জেলা শাখার সভাপতি আইনজীবী মো. আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জিয়া পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আনিসুর রহমান বিপ্লব, জিয়া পরিষদ জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান রিপন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন প্রমুখ।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে জিয়া পরিষদ শহর শাখার সভাপতি হারুনুর রশিদ হারুন, সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন ও জিয়া পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব বক্তব্য রাখেন।

এ সময় আইনজীবী ফোরাম নেতা আইনজীবী নজরুল ইসলাম মোহন, জিয়া পরিষদ নেতা অধ্যাপক করিম, প্রকৌশলী কবিরুল হাসান, অধ্যাপক মকবুল হোসেন, জিল্লুর রহমান, মমিন হোসেন, সরোয়ার আলম তালুকদার ও ব্যাংকার ইব্রাহিম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad