মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম
জামালপুর পৌর শাখা ছাত্রদলের অধীনে ৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ শাখা) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১ নভেম্বর রাতে জেলা বিএনপির কার্যালয়ে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন নবগঠিত কমিটির নেতাদের হাতে এ কমিটি তুলে দেন।
নবগঠিত কমিটিতে মো. তানজিনুল ইসলাম তানজিলকে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক লিমন খান ও নাঈম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি হস্থান্তরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সভাপতি কাজী গোলাম মোস্তাফা, জেলা যুবদলের প্রচার সম্পাদক কাওছার আহমেদ কাজল, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আজমল খান শফিক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, পৌর শাখা ছাত্রদলের সভাপতি ইমরান কায়সার ও সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান রুকন, ছাত্রনেতা স্বপন ও কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।