নকলায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
শেরপুরের নকলায় উপজেলায় রবি ও পরবর্তী খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা, বোরোধান, বিটিবেগুন, গ্রীষ্মকালীন মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মুক্তমঞ্চে ৬৭০ জন কৃষকের মাঝে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন খামারবাড়ী শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাতশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।