ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নির্বাচন অনুষ্ঠিত

নির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য কৃষিবিদরা। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) জামালপুর জেলা শাখার নির্বাচন ২৭ অক্টোবর উপজেলা কৃষি দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ২০৮। নির্বাচনে সভাপতি পদে এস এম জিয়াউল হক ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল মোতালেব হোসেন ১০১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. সোহেল রানা ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকুসুদল হক ৮৫ ভোট পেয়েছেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন জামালপুর সদর উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন জামালপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রধান সহকারী উপ-পরিচালক সাখাওয়াত হোসেন।

sarkar furniture Ad
Green House Ad