এম ইউ শাকিল
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
জামালপুরে প্রথম বিভাগ ফুটবল লিগে প্রথম পর্বের গ গ্রুপের খেলায় প্রভাতী যুব সংঘ দলকে ১-০ গোলে হারিয়ে প্রত্যাশা তরুণ সংঘ দল জয়ী হয়েছে। ২৪ অক্টোবর বিকেলে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে প্রত্যাশা তরুণ সংঘ দলের খেলোয়াড় রাকিব একটি গোল করেন।
এ খেলায় প্রধান রেফারি ছিলেন শাহ্ আলম। সহকারী রেফারি ছিলেন আমিনুল, কানন ও পরাগ কুমার ভদ্র ।
জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এ লিগের আয়োজন করেছে।
উল্লেখ, ২৫ অক্টোবর বিকেলে প্রথম পর্বের খ গ্রুপে জামালপুর পৌর ফুটবল ক্লাব বনাম অণির্বান ক্রীড়া চক্র দলের খেলা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে চারটি গ্রুপে ১৬টি দল অংশ নিয়েছে। এ পর্বে প্রতিটি দল তিনটি করে খেলা খেলবে।