বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) বকশীগঞ্জ উপজেলা শাখার নির্বাচন ২০ অক্টোবর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে কৃষিবিদ মো. শহীদুজ্জামান সভাপতি ও মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি আবদুর রহিম, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ জামাল, প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মো. ছানোয়ার হেসেন ও কার্যনির্বাহী সদস্য আবদুর রহমান। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ছয়টি পদে ২১ জন উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষিবিদরা তাদের ভোট দেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম প্রিজাইডিং কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।