আপাতত সাকিবের আঙুলের অস্ত্রোপচার নয়

মেলবোর্নের হাসপাতালে সাকিব। ছবি: সংগৃহিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আঙুলের ইনফেকশনের কারণে মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল এশিয়া কাপ। দেশে ফিরে হাসপাতালে ভর্তি হয়ে আঙুল থেকে পুঁজ-রক্ত বের করতে হয়েছে সাকিব আল হাসানকে। ইনফেকশন কিছুটা নিয়ন্ত্রণে এলে অস্ত্রোপচার বিষয়ে মতামত নিতে ৫ অক্টোবর অস্ট্রেলিয়া যান সাকিব।

মেলবোর্নে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন সব ভালো পাওয়া গেলেও চিকিৎসকেরা জানিয়েছেন, বাঁ হাতের কড়ে আঙুলের অস্ত্রোপচার অন্তত ছয় মাসের মধ্যে করা যাবে না। ইনফেকশন পুরোপুরি সেরে গেলে খেলা শুরু করতে পারবেন। তবে নতুন করে ব্যথা হলে সাকিবকে খেলা বন্ধ করে অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে হবে বলে জানান চিকিৎসকেরা।

পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ১২ অক্টোবর হাসপাতাল ছেড়েছেন সাকিব। তবে দেশে কবে ফিরবেন এখনো তা বলা যাচ্ছে না।
সূত্র : ইত্তেফাক

sarkar furniture Ad
Green House Ad