
মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে নতুন কুঁড়ি স্কুলের ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর সকালে বিদ্যালয়ের মিলননায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নতুন কুঁড়ি স্কুলের সহকারী পরিচালক মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মুহিত আহমেদ চৌধুরী, পরিচালক ও প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মোস্তাক আহমেদ মনির, সহকারী শিক্ষিকা ফাহিমা আক্তার রনি, ইউপি সদস্য বিলকিস বেগম, পরিচালনা কমিটির সদস্য হাসি বেগম, সীমা আক্তার, অভিবাবক মনজুরুল ইসলাম, হাফিজুর রহমান খান প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালক ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের ধৈর্য্য, পরিশ্রম, অনুশীলন ও অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের প্রচেষ্টাই কেবল শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।