ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন স্ট্রোক ও হার্ট অ্যাটাক ঠেকাতে ডা. জাকির হোসেনের মহতি উদ্যোগ অপরাজেয়র সংযোগ প্রকল্পের জামালপুর কার্যালয়ে চিকিৎসা শিবির অনুষ্ঠিত জামালপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত চরপাকেরদহ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার হুতি ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’: ট্রাম্প জামালপুর সিংহজানি উচ্চবিদ্যালয়ে তারুণ্যমেলা সমাপ্ত শেরপুরে উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত শিশু কিশোরদের সুরক্ষায় সিভিএ এর প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

জামালপুরের ব্রহ্মপুত্র নদের দুটি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইসলামপুরের শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ (বীরোত্তম) সেতু। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুরের শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ (বীরোত্তম) সেতু। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ অক্টোবর দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুরের ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে ২০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ল্যাপটেন্যান্ট শহীদ শেখ জামাল এবং শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ (বীরোত্তম) নামে দুটি সেতুর শুভ উদ্বোধন করেছেন। এ সেতু দুটির প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এ সময় দেশের ২০ জেলায় মোট ৩৩টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেলা ১২টার দিকে গণভবন থেকে জামালপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে বসানো প্রজেক্টরের বড় পর্দায় সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দু’টির শুভ উদ্বোধনী ঘোষণা করেন এবং জামালপুর জেলাবাসীদের শুভেচ্ছা জানান।

এ সময় জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলার ইসলামপুর ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, জামালপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মেজর জেনারেল খালেদ মোশারফের বড় মেয়ে মাহজাবিন খালেদ বেবী, জেলা প্রশাসক আহম্মেদ কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (পিপিএম-বার), জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা ও সুধীবৃন্দ এ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০০৮ সালে নির্বাচনের আগে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সে এলাকাবাসীদের ব্রহ্মপুত্র নদের ওপর দু’টি সেতু নির্মাণের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর ওই আশ্বাসের প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ইসলামপুর পাইলিং ঘাট-সভাকুড়া এবং ডিগ্রিরচর-ডেফলা ঘাটে দু’টি সেতু নির্মাণসহ প্রায় ৪০ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়িত হয়। ইতোমধ্যে সেতু দু’টির ওপর দিয়ে ট্রাক-বাসসহ বিভিন্ন যানবাহনে হাজারো পথচারী চলাচল শুরু করেছে। তার সুফল পাচ্ছে ব্রক্ষপুত্র নদের দ্বিধাবিভক্তি দু’পাড়ের মানুষ। বদলে গেছে চরাঞ্চলের তিন লক্ষাধিক মানুষের জীবনযাত্রার মান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

জামালপুরের ব্রহ্মপুত্র নদের দুটি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় ০৭:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮
ইসলামপুরের শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ (বীরোত্তম) সেতু। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ অক্টোবর দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুরের ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে ২০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ল্যাপটেন্যান্ট শহীদ শেখ জামাল এবং শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ (বীরোত্তম) নামে দুটি সেতুর শুভ উদ্বোধন করেছেন। এ সেতু দুটির প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এ সময় দেশের ২০ জেলায় মোট ৩৩টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেলা ১২টার দিকে গণভবন থেকে জামালপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে বসানো প্রজেক্টরের বড় পর্দায় সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দু’টির শুভ উদ্বোধনী ঘোষণা করেন এবং জামালপুর জেলাবাসীদের শুভেচ্ছা জানান।

এ সময় জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলার ইসলামপুর ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, জামালপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মেজর জেনারেল খালেদ মোশারফের বড় মেয়ে মাহজাবিন খালেদ বেবী, জেলা প্রশাসক আহম্মেদ কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (পিপিএম-বার), জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা ও সুধীবৃন্দ এ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০০৮ সালে নির্বাচনের আগে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সে এলাকাবাসীদের ব্রহ্মপুত্র নদের ওপর দু’টি সেতু নির্মাণের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর ওই আশ্বাসের প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ইসলামপুর পাইলিং ঘাট-সভাকুড়া এবং ডিগ্রিরচর-ডেফলা ঘাটে দু’টি সেতু নির্মাণসহ প্রায় ৪০ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়িত হয়। ইতোমধ্যে সেতু দু’টির ওপর দিয়ে ট্রাক-বাসসহ বিভিন্ন যানবাহনে হাজারো পথচারী চলাচল শুরু করেছে। তার সুফল পাচ্ছে ব্রক্ষপুত্র নদের দ্বিধাবিভক্তি দু’পাড়ের মানুষ। বদলে গেছে চরাঞ্চলের তিন লক্ষাধিক মানুষের জীবনযাত্রার মান।