শফিউল আলম লাভলু, নকলা ॥
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শেরপুরের নকলা থানা পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সকালে নকলা থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার মিয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি কৃষ্ণ কান্তি রায়, উপজেলা শাখার সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, যুগ্মসম্পাদক জয়ন্ত কুমার দেব, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল সূত্রধর, ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় ১৯টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।