বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে সবুজ সরকার (২৭) নামে আবেদ টেক্সটাইল মিলের এক শ্রমিক নিহত হয়েছেন। ৫ অক্টোবর দুপুর দুটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের জামাল সরকারের ছেলে। অবেদ টেক্সটাইল মিলের ওয়ার্কশপে লেদ মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
জানা গেছে, প্রতিদিনের মত ৫ অক্টোবর সকালে সবুজ তার কর্মস্থলে যায়। কাজ করার সময় সবুজ একটি লোহার রড তুলতে গেলে সেটাতে বৈদ্যুতিক তার পেঁচিয়ে থাকায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার সহকর্মীরা মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সূত্র : ইত্তেফাক