ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাহমুদপুরে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু জামালপুরে নাট্যকার আব্দুল্লাহ আল মামুনের ৮৩তম জন্মদিন উদযাপিত বিচারবহির্ভূত হত্যা, চাঁদাবাজির বিরুদ্ধে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন বকশীগঞ্জে ৫ বছরেও উদ্বোধন হয়নি ভবন, ময়লার ভাগাড়ে পরিণত শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন মাদারগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ভাতিজা নিহত, কেটে গেছে চাচার শ্বাসনালী জামালপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মাহমুদপুরে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

ইসলামপুরে সিএইচসিপি’র এক নেতা নির্যাতিত

হাসপাতালে চিকিৎসাধীন সিএইচসিপি নাজমুল আলম। ছবি : বাংলার চিঠি ডটকম

হাসপাতালে চিকিৎসাধীন সিএইচসিপি নাজমুল আলম। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুরে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার-সিএইচসিপি উপজেলা কমিটির আহ্বায়ক নাজমুল আলমকে পিটিয়ে আহত করেছে সাবেক সভাপতি মিজানুর রহমান শ্যামল ও তার সঙ্গীরা। ২ অক্টোবর সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের মাসিক সমন্বয় সভা ছিল। সভা শেষে বের হওয়ার সময় কমিটির সাবেক সভাপতি পশ্চিম গঙ্গাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মিজানুর রহমান শ্যামল ও তার সঙ্গীরা বর্তমান আহ্বায়ক চন্দনপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাজমুল আলমকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক শহীদুর রহমানের সামনে বেধড়ক মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় অন্যান্য সিএইচসিপিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় নাজমুল হক বাদী হয়ে মিজানুর রহমান শ্যামলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জামালপুর জেলা সিএইচসিপি কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, মিজানুর রহমান শ্যামল সভাপতি থাকা অবস্থায় বিভিন্নভাবে চাঁদাবাজি করে আসছিল। এর প্রতিবাদ করায় মিজানুর রহমান শ্যামল ও তার সঙ্গীরা নাজমুল হককে পিটিয়ে আহত করেছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শহীদুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, হামলাকারী মিজানুর রহমান শ্যামলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাহমুদপুরে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

ইসলামপুরে সিএইচসিপি’র এক নেতা নির্যাতিত

আপডেট সময় ০৯:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
হাসপাতালে চিকিৎসাধীন সিএইচসিপি নাজমুল আলম। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুরে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার-সিএইচসিপি উপজেলা কমিটির আহ্বায়ক নাজমুল আলমকে পিটিয়ে আহত করেছে সাবেক সভাপতি মিজানুর রহমান শ্যামল ও তার সঙ্গীরা। ২ অক্টোবর সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের মাসিক সমন্বয় সভা ছিল। সভা শেষে বের হওয়ার সময় কমিটির সাবেক সভাপতি পশ্চিম গঙ্গাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মিজানুর রহমান শ্যামল ও তার সঙ্গীরা বর্তমান আহ্বায়ক চন্দনপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাজমুল আলমকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক শহীদুর রহমানের সামনে বেধড়ক মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় অন্যান্য সিএইচসিপিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় নাজমুল হক বাদী হয়ে মিজানুর রহমান শ্যামলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জামালপুর জেলা সিএইচসিপি কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, মিজানুর রহমান শ্যামল সভাপতি থাকা অবস্থায় বিভিন্নভাবে চাঁদাবাজি করে আসছিল। এর প্রতিবাদ করায় মিজানুর রহমান শ্যামল ও তার সঙ্গীরা নাজমুল হককে পিটিয়ে আহত করেছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শহীদুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, হামলাকারী মিজানুর রহমান শ্যামলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।