মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর ॥
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানে জঙ্গিবাদ নির্মূল, মাদক বিরোধী, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর বিকেলে ইউনিয়নের ডেংগারগড় সুরুজের বাজারে এ সভার আয়োজন করা হয়।
ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুল হাসান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রসুল, জনি, মোস্তফা, আব্দুল লতিফ প্রমুখ।