ইসলামপুুরে সাংবাদিক গোলাম হাফিজ বকুলের মৃত্যুবার্ষিকী পালিত

প্রয়াত সাংবাদিক গোলাম হাফিজ বকুল। ছবি : বাংলার চিঠি ডটকম

ইসলামপুর প্রতিনিধি ॥
কবি ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক গোলাম হাফিজ বকুলের ১৫তম মৃত্যুবার্ষিকী ২৩ সেপ্টেম্বর পালিত হয়েছে।

এ উপলক্ষে জামালপুরের ইসলামপুর পৌর এলাকার উত্তর কিসামত জাল্লায় মরহুমের নিজ বাড়িতে মিলাদ মাহফিল ও ইসলামপুর মিডিয়া প্রেসক্লাবের উদ্যোগে পাটটিপাড়া মোড়ে প্রেসক্লাবের কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় বক্তব্য রাখেন সাংবাদিক ওসমান হারুনী। ছবি : বাংলার চিঠি ডটকম

ইসলামপুর মিডিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ওসমান হারুনীর সভাপতিত্বে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, সাংবাদিক আব্দুল্লাহ আল লোমান, ইয়ামিন মিয়া, মশিউর রহমান টুটুল, মাহমুদুল হাসান শিহাব, হাসর আলী, লিটন হাফিজ প্রমুখ।

সাংবাদিক গোলাম হাফিজ বকুল ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি সাংবাদিকতাসহ ছড়া, কবিতা ও গল্প লেখালেখিতে অবদান রেখেছেন। এ ছাড়া সামাজিক কাজেও তার অবদান রয়েছে।

sarkar furniture Ad
Green House Ad