নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলশিপুর গ্রামের একটি পরিত্যাক্ত ডোবা থেকে হাজেরা বেগম নামে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরে পুলিশ ২১ সেপ্টেম্বর দুপুরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
নিহত হাজেরা বেগম জামালপুর সদর উপজেলার দক্ষিণ কৈডোলা শাহবাজপুরের পটলপাড়া গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।
নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল লতিফ মিয়া জানান, হাজেরা বেগম ২৮ আগস্ট বাড়ি থেকে নিখোঁজ হন। প্রাথমিক ধারণা নিহত বৃদ্ধা মহিলা মানসিক ভারসাম্যহীন থাকায় ডোবার মধ্যে পড়ে মারা যান তিনি। পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছেন। উদ্ধারকরা মৃতদেহ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।