মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শতাধিক বাড়িঘর বিদ্যুতায়িত হয়ে সুজন মন্ডল (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে পাঁচজন। ১২ সেপ্টেম্বর বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চররৌহা খৈলশাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সুজন মন্ডল চররৌহা খৈলশাকুড়ি গ্রামের মৃত বছির মন্ডলের ছেলে।
এ ঘটনায় আহত সাতপোয়া ইউনিয়নের চররৌহা খৈলশাকুড়ি গ্রামের মৃত বছির মন্ডলের ছেলে মজিবর রহমান (৭০), আব্দুর রশিদের মেয়ে গোলাপী (১০) ও রিপন মিয়ার স্ত্রী নেফুল বেগমকে (২৫) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর বিকেলে সাতপোয়া ইউনিয়নের চররৌহা গ্রামের খৈলশাকুড়ি পাড়ায় পিডিবি’র বিদ্যুতের খুঁটি থেকে সচল তার ছিড়ে একটি ঘরের টিনের চালে পড়ে। এতে ওই ঘরসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর বিদ্যুতায়িত হয়। এ সময় লোকজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসার সময় ঘরের টিনে বিদ্যুতের স্পর্শে গুরুতর আহত সুজন মন্ডলকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আহত পাঁচজনের মধ্যে তিনজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা রাতেই বাড়ি ফিরে গেছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, সাতপোয়া ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে একজন মারা যাওয়ার কথা শুনে আমরা সরিষাবাড়ী হাসপাতালে গেলে মৃত ব্যক্তিকে পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে, মৃতের স্বজনরা লাশ নিয়ে গেছে। এ ঘটনায় আহত কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।