সরিষাবাড়ীতে বাড়িঘর বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু, আহত ৫
মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শতাধিক বাড়িঘর বিদ্যুতায়িত হয়ে সুজন মন্ডল (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে পাঁচজন। ১২ সেপ্টেম্বর বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চররৌহা খৈলশাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সুজন মন্ডল চররৌহা খৈলশাকুড়ি গ্রামের মৃত বছির মন্ডলের ছেলে।
এ ঘটনায় আহত সাতপোয়া ইউনিয়নের চররৌহা খৈলশাকুড়ি গ্রামের মৃত বছির মন্ডলের ছেলে মজিবর রহমান (৭০), আব্দুর রশিদের মেয়ে গোলাপী (১০) ও রিপন মিয়ার স্ত্রী নেফুল বেগমকে (২৫) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর বিকেলে সাতপোয়া ইউনিয়নের চররৌহা গ্রামের খৈলশাকুড়ি পাড়ায় পিডিবি’র বিদ্যুতের খুঁটি থেকে সচল তার ছিড়ে একটি ঘরের টিনের চালে পড়ে। এতে ওই ঘরসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর বিদ্যুতায়িত হয়। এ সময় লোকজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসার সময় ঘরের টিনে বিদ্যুতের স্পর্শে গুরুতর আহত সুজন মন্ডলকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আহত পাঁচজনের মধ্যে তিনজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা রাতেই বাড়ি ফিরে গেছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, সাতপোয়া ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে একজন মারা যাওয়ার কথা শুনে আমরা সরিষাবাড়ী হাসপাতালে গেলে মৃত ব্যক্তিকে পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে, মৃতের স্বজনরা লাশ নিয়ে গেছে। এ ঘটনায় আহত কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
সর্বশেষ
- ষড়যন্ত্রকারীরা সব সময় সক্রিয় : স্বরাষ্ট্রমন্ত্রী
- মুক্তিযুদ্ধের চেতনা বাড়াতে ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা নির্মাণ করছে সরকার
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ১১ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবেন ২৭ ফেব্রুয়ারি
- স্থগিত হলো দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন
- মাদারগঞ্জে ভূমিহীনদের সমাবেশ
- জামালপুরে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে কারাদণ্ড
- জমে উঠেছে দেওয়ানগঞ্জ পৌর নির্বাচন
- ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সংস্কৃতি-ঐতিহ্যের ওপর আঘাতের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন : তথ্যমন্ত্রী
- ২৬ ফেব্রুয়ারি মুখোমুখি বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস
- টিকা নিয়েছেন রওশন এরশাদ
- দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের হার কমেছে, বেড়েছে সুস্থতা
- দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে : মেরিন গ্রাজুয়েটদের প্রতি প্রধানমন্ত্রী
- সরিষাবাড়ীতে হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষর জাল করে ৪২ লাখ টাকা নিয়ে লাপাত্তা অফিস পিয়ন
- বকশীগঞ্জে করোনাকালীন দুর্যোগে জিআর কার্যক্রম নিয়ে গণশুনানী অনুষ্ঠিত