বকশীগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজাই’ স্লোগানে ২৯ আগস্ট বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ব্যাংক ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপক খন্দকার আমিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসান সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, ম্যানেজার অপারেশন মোহাম্মদ মাহবুবুর রহমান, পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মো. মহসীন আলী, ব্যাংক কর্মকর্তা আহমদ আলী, গ্রাহক আবদুল ওয়াদুদ প্রমুখ।

এ ছাড়াও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে ৩ হাজার বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হবে।