সরিষাবাড়ীতে কৃতী শিক্ষার্থীদের সন্মাননা প্রদান

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে চাপারকোনা মহেষচন্দ্র উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। ২৪ আগস্ট বিকেলে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩৯ জন কৃতী শিক্ষার্থীদের হাতে তাদের সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি ফজলুল হক। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুনুর রশিদ, সৌদি আরব কিংখাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকারিয়া স্বপন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ও তেজগাঁ কলেজের  উপাধ্যক্ষ হারুন অর রশিদ, ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাছের উদ্দিন রতন, চাপারকোনা মহেষচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

sarkar furniture Ad
Green House Ad