নকলায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

রাবারড্যামের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে স্থানীয় উৎসুক জনতার ভিড়। ছবি : বাংলার চিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা
শেরপুরের নকলা উপজেলায় পানিতে ডুবে এবং ঘুমের বড়ি খেয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্য হয়েছে।২৩ আগস্ট বিকেলে পানিতে ডুবে উপজেলার গড়েরগাও এলাকার লতা মিয়ার ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র শান্ত (১৩) ও গেন্দা মিয়ার ছেলে ওমর ফারুক (১৩) এবং ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছে বারমাইসা পূর্বপাড়ার নাজমুল হকের ছেলে রাব্বিল আল আমিন (১৭)।

জানা গেছে, উপজেলার উরফা ইউনিয়নের রাবারড্যামে বেড়াতে গেলে হঠাৎ করেই শান্ত ও ওমর নদীর পানিতে পড়ে যায়। পরে স্থানীয় ডুবুরিরা উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বাংলার চিঠি ডটকমকে বলেন, তিনজনের মৃত্যুর ঘটনায় নকলা থানায় পৃথক তিনটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad