জামালপুরে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সভায় বক্তব্য রাখেন বিএনপিনেতা আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলার চিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর ॥
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৮তম প্রতিষ্ঠবার্ষিকী উপদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯ আগস্ট সকালে শহরের মিয়াপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে জামালপুর জেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপিনেতা সফিউর রহমান সফি, রুহুল আমিন মিলন, সাজ্জাদ হোসেন পল্টন, জেলা স্বেচ্ছাসেবকদলের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসার, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক ও ছাত্রদলনেতা শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল।

sarkar furniture Ad
Green House Ad