মৎস্যজীবীদল জামালপুর জেলা শাখার কমিটি অনুমোদন

সভাপতি মো. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক চিকিৎসক জুনায়েদ হোসেন। ছবি : বাংলার চিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবীদল জামালপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে মো. আব্দুল হালিমকে সভাপতি ও চিকিৎসক জুনায়েদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবীদল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ১১ আগস্ট স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেন।

জেলা মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির অন্যারা হলেন- জ্যেষ্ঠ সহসভাপতি সাইদুর রহমান, সহসভাপতি আব্দুল মালেক ও হাবিবুল ইসলাম বুলু, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক সাহেব আলী, সহসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু ও জয়নাল আবেদীন এবং হুমায়ুন কবিরকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

sarkar furniture Ad
Green House Ad