ইসলামপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা মোস্তফা আল মাহমুদ। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুরে উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সন্ধ্যায় জাতীয় পার্টি’র উপজেলা ও গুঠাইল আঞ্চলিক শাখার যৌথ উদ্যোগে গুঠাইল আঞ্চলিক কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ। সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান বিপু, আনোয়ার হোসেন, হাফিজুর রহমান জেমস প্রমুখ।

সভায় জামালপুর-২ ইসলামপুর আসনে জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোস্তফা আল মাহমুদ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করতে সবাইকে আরো ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানান।

sarkar furniture Ad
Green House Ad