মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে মো. সাইফুল ইসলাম (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। ৩১ জুলাই দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক সাইফুল ইসলাম একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামের কৃষক মো. সাইফুল ইসলাম ৩১ জুলাই দুপুরে তার বাড়ির পাশের ক্ষেতে কৃষিকাজ করছিলেন। বেলা পৌনে দু’টার দিকে বৃষ্টির সময় তার ওপর বজ্রাঘাত হলে তিনি গুরুতর অসুস্থ হন। তার স্বজনরা দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. সাহেদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘ভাটারায় বজ্রপাতে মারা যাওয়া কৃষকের নাম মো. সাইফুল ইসলাম। এ ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’