শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিরাট এলাকা জুড়ে ময়মনসিংহ বন বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ২০ সেপ্টেম্বর, শনিবার থেকে তালবীজ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের বাতকুচি বিটে এ উপলক্ষে অনুষ্ঠিত এক সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আলী রেজা খান।

বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের চেযারপারসন মাহফুজুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেনজার মো. আব্দুল্লাহ আল আমীন, ডক্টর মো. আব্দুল আলীম তালুকদার, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাইনের নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি প্রমুখ।
মধুটিলা, রাংটিয়া ও বালিজুরি রেঞ্জের বিভিন্ন বিটে শাইন্, সবুজ পৃথিবী, আরআরবিসহ বিভিন্ন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন, ইআরটি সদস্য, বনের বিভিন্ন উপকারভোগী এবং বালিজুরি উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী তালবীজ রোপণের এ কর্মসূচিতে অংশ নেন।