ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জামালপুর পৌরসভার দাপুনিয়ায় বাল্যবিয়ে, মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে বাল্যবিয়ে রোধ, মা ও শিশু মৃত্যুর ঝুঁকি, মাদক প্রতিরোধের লক্ষ্যে ২২ সেপ্টেম্বর, সোমাবর রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দাপুনিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ত্রি-নয়ন স্কুল ও কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, আজকে ব্যাপক হারে ফসলের ক্ষতি হচ্ছে। আড়াই একর জায়গা জলাবদ্ধতা হয়ে গিয়েছে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে যে নদ সেটাও মরে গেছে। আমরা পলিথিন বা প্লাস্টিকমুক্ত সমাজ গড়তে চাই। কিন্তু এই শহরের বেশির ভাগ পলিথিন বা প্লাস্টিক অপরিকল্পিতভাবে অব্যবস্থাপনার মধ্যে দিয়ে ব্যক্তিরা যেখানে সেখানে ফেলে দিচ্ছেন।

তিনি আরও বলেন, পচনশীল যত বর্জ্য তৈরি করা হোক তা রায়সানিক বা জৈব সারে পরিণত হয়ে যায়। পলিথিন বা প্লাস্টিক ব্যতীত। এটা আমরা নির্বিচারে করে যাচ্ছি। এ ব্যাপারে আমরা সচেতনতা বৃদ্ধি করতে চাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাই প্রথমবারের মত জেলা পরিষদ থেকে ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ৫৭১টি প্রকল্প গ্রহণ করেছি। সেই প্রকল্পগুলো নেয়া হয়েছে শুধুমাত্র যারা বিগত তিন বছরে কোন রকমের সুযোগ সুবিধা পায়নি। যা দেখতে পাচ্ছি বিগত ১৫ বছর আপনাদের এলাকায় কোন অনুদান, সরকারি সহায়তা বা প্রণোদনা আসেনি। এসব কিছুর সাথে আপনাদের পরিচয়ই নাই।

জেলা প্রশাসক বলেন, এখন যেহেতু নিয়মিত কোন কাউন্সিলর নাই। পৌরসভার মেয়র নাই। এ সময় কিন্তু সরকার কাজ করছে। কীভাবে করে? কাউন্সিলরদের স্থানে আমরা সরকারি কর্মকর্তাগণদের দ্বায়িত্ব দিয়ে রেখেছি। আপনাদের এই ৮ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর আছেন উনি সরকারি কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা। জেলা শিক্ষা কর্মকর্তা এই এলাকার সকল সমস্যা বা সুযোগ-সুবিধার কথা টাউন লেভেল যে কমিটি হয় যার সভাপতি হচ্ছেন পৌরসভার প্রশাসক। তার কাছে আপনাদের এলাকার সকল সমস্যা তিনি তুলে ধরেন।

জামালপুর : অংশ নেন বিভিন্ন শ্রেণি ও পেশার স্থানীয় এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

দি জামালপুর চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রির পরিচালক আইনজীবী আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম (পিপিএম সেবা)। অধ্যাপক আমির উদ্দিন, মানবাধিকারকর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জেসিসিআইএর পরিচালক এনামুল হক খান মিলন, পরিচালক মো. রফিকুল ইসলাম লিটন, পৌরসভার সাবেক কাউন্সিলর দিদারুল আলম কালা, দাপুনিয়া ঈদগাঁ পরিচালনা কমিটির সভাপতি মো. আছির উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে পৌর প্রশাসক উপস্থিত যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য পাঁচটি ফুটবল উপহার দেন। আলোচনা সভায় পৌরসভার প্রকৌশলী, কর্মকর্তাসহ দাপুনিয়া এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক জনগণ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

জামালপুর পৌরসভার দাপুনিয়ায় বাল্যবিয়ে, মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরে বাল্যবিয়ে রোধ, মা ও শিশু মৃত্যুর ঝুঁকি, মাদক প্রতিরোধের লক্ষ্যে ২২ সেপ্টেম্বর, সোমাবর রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দাপুনিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ত্রি-নয়ন স্কুল ও কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, আজকে ব্যাপক হারে ফসলের ক্ষতি হচ্ছে। আড়াই একর জায়গা জলাবদ্ধতা হয়ে গিয়েছে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে যে নদ সেটাও মরে গেছে। আমরা পলিথিন বা প্লাস্টিকমুক্ত সমাজ গড়তে চাই। কিন্তু এই শহরের বেশির ভাগ পলিথিন বা প্লাস্টিক অপরিকল্পিতভাবে অব্যবস্থাপনার মধ্যে দিয়ে ব্যক্তিরা যেখানে সেখানে ফেলে দিচ্ছেন।

তিনি আরও বলেন, পচনশীল যত বর্জ্য তৈরি করা হোক তা রায়সানিক বা জৈব সারে পরিণত হয়ে যায়। পলিথিন বা প্লাস্টিক ব্যতীত। এটা আমরা নির্বিচারে করে যাচ্ছি। এ ব্যাপারে আমরা সচেতনতা বৃদ্ধি করতে চাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাই প্রথমবারের মত জেলা পরিষদ থেকে ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ৫৭১টি প্রকল্প গ্রহণ করেছি। সেই প্রকল্পগুলো নেয়া হয়েছে শুধুমাত্র যারা বিগত তিন বছরে কোন রকমের সুযোগ সুবিধা পায়নি। যা দেখতে পাচ্ছি বিগত ১৫ বছর আপনাদের এলাকায় কোন অনুদান, সরকারি সহায়তা বা প্রণোদনা আসেনি। এসব কিছুর সাথে আপনাদের পরিচয়ই নাই।

জেলা প্রশাসক বলেন, এখন যেহেতু নিয়মিত কোন কাউন্সিলর নাই। পৌরসভার মেয়র নাই। এ সময় কিন্তু সরকার কাজ করছে। কীভাবে করে? কাউন্সিলরদের স্থানে আমরা সরকারি কর্মকর্তাগণদের দ্বায়িত্ব দিয়ে রেখেছি। আপনাদের এই ৮ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর আছেন উনি সরকারি কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা। জেলা শিক্ষা কর্মকর্তা এই এলাকার সকল সমস্যা বা সুযোগ-সুবিধার কথা টাউন লেভেল যে কমিটি হয় যার সভাপতি হচ্ছেন পৌরসভার প্রশাসক। তার কাছে আপনাদের এলাকার সকল সমস্যা তিনি তুলে ধরেন।

জামালপুর : অংশ নেন বিভিন্ন শ্রেণি ও পেশার স্থানীয় এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

দি জামালপুর চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রির পরিচালক আইনজীবী আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম (পিপিএম সেবা)। অধ্যাপক আমির উদ্দিন, মানবাধিকারকর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জেসিসিআইএর পরিচালক এনামুল হক খান মিলন, পরিচালক মো. রফিকুল ইসলাম লিটন, পৌরসভার সাবেক কাউন্সিলর দিদারুল আলম কালা, দাপুনিয়া ঈদগাঁ পরিচালনা কমিটির সভাপতি মো. আছির উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে পৌর প্রশাসক উপস্থিত যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য পাঁচটি ফুটবল উপহার দেন। আলোচনা সভায় পৌরসভার প্রকৌশলী, কর্মকর্তাসহ দাপুনিয়া এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক জনগণ অংশ নেন।