জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের উদ্যােগে বাংলা ১৪৩২ সালের বছর শরৎ উৎসব উদযাপিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে শরৎ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ।
অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিকচর্চা তাদের মেধা বিকাশের পাশাপাশি মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যপুস্তকের বাইরে এমন আয়োজন তাদের সৃজনশীলতা বাড়িয়ে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করে।
সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাকের আহাম্মেদ চৌধুরী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম রবিউল আলম লুইপা প্রমুখ।
অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বাংলা বিভাগের শিক্ষার্থী আফরিন জান্নাত আঁখি। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অসংখ্য দর্শক শারদীয় সঙ্গীতের সুর ও শিল্পকলার মূর্ছনায় বিমোহিত হয়ে উপভোগ করেন দিনের এই বর্ণিল উৎসব। এছাড়াও বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ ও অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উৎসবে অংশ নেন।