ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর ট্রাক শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মোত্তালেব সভাপতি, বিল্লাল সম্পাদক নির্বাচিত

জামালপুর : নবনির্বাচিত সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে আব্দুল মোত্তালেব সভাপতি এবং বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনটির কার্যালয়ে ২০ সেপ্টেম্বর, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর, রবিবার ভোর ৫টার দিকে ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনা উপ-কমিটি।

ফলাফল ঘোষণার আগে এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন নেতা মো. নজরুল ইসলাম ও জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

পরে ফলাফল ঘোষণা করেন জামালপুর জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুল হক। ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে চেয়ার প্রতীকে এক হাজার ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল মোত্তালেব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান ছাতা প্রতীকে পেয়েছেন ৯৯৯ ভোট। কার্যকরী সভাপতি পদে দেয়ালঘড়ি প্রতীকে এক ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি পদে খেজুরগাছ প্রতীকে এক হাজার ১০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হযরত আলী দয়াল।

সাধারণ সম্পাদক পদে বাইসাইকেল প্রতীকে এক হাজার ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিল্লাল হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আম প্রতীকে ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নওশের আলী। সহ-সাধারণ সম্পাদক পদে উটপাখি প্রতীকে ৬৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আকরাম আলী। অর্থ সম্পাদক পদে কলস প্রতীকে এক হাজার ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আসাদুল মিয়া।

সাংগঠনিক সম্পাদক পদে টেলিভিশন প্রতীকে ৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শহিদুল ইসলাম। প্রচার সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে ৭৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফরিদ উদ্দিন। দপ্তর সম্পাদক পদে টেবিলফ্যান প্রতীকে এক হাজার ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল মান্নান। সড়ক সম্পাদক পদে ভ্যানগাড়ি প্রতীকে ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মমিনুর ইসলাম।

নবনির্বাচিত সভাপতি আব্দুল মোতালেব জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমরা এরকম একটি নির্বাচনের অপেক্ষায় ছিলাম। বিগত নির্বাচন সুষ্ঠু হয় নাই। শ্রমিকদের মধ্যে বিভক্তি তৈরি করা হয়েছিল। আমি সারা জীবন শ্রমিক রাজনীতি করেছি। শ্রমিকদের পাশে থেকেছি। আগামীতেও থাকব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুর ট্রাক শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মোত্তালেব সভাপতি, বিল্লাল সম্পাদক নির্বাচিত

আপডেট সময় ০৯:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে আব্দুল মোত্তালেব সভাপতি এবং বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনটির কার্যালয়ে ২০ সেপ্টেম্বর, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর, রবিবার ভোর ৫টার দিকে ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনা উপ-কমিটি।

ফলাফল ঘোষণার আগে এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন নেতা মো. নজরুল ইসলাম ও জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

পরে ফলাফল ঘোষণা করেন জামালপুর জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুল হক। ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে চেয়ার প্রতীকে এক হাজার ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল মোত্তালেব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান ছাতা প্রতীকে পেয়েছেন ৯৯৯ ভোট। কার্যকরী সভাপতি পদে দেয়ালঘড়ি প্রতীকে এক ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি পদে খেজুরগাছ প্রতীকে এক হাজার ১০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হযরত আলী দয়াল।

সাধারণ সম্পাদক পদে বাইসাইকেল প্রতীকে এক হাজার ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিল্লাল হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আম প্রতীকে ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নওশের আলী। সহ-সাধারণ সম্পাদক পদে উটপাখি প্রতীকে ৬৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আকরাম আলী। অর্থ সম্পাদক পদে কলস প্রতীকে এক হাজার ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আসাদুল মিয়া।

সাংগঠনিক সম্পাদক পদে টেলিভিশন প্রতীকে ৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শহিদুল ইসলাম। প্রচার সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে ৭৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফরিদ উদ্দিন। দপ্তর সম্পাদক পদে টেবিলফ্যান প্রতীকে এক হাজার ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল মান্নান। সড়ক সম্পাদক পদে ভ্যানগাড়ি প্রতীকে ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মমিনুর ইসলাম।

নবনির্বাচিত সভাপতি আব্দুল মোতালেব জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমরা এরকম একটি নির্বাচনের অপেক্ষায় ছিলাম। বিগত নির্বাচন সুষ্ঠু হয় নাই। শ্রমিকদের মধ্যে বিভক্তি তৈরি করা হয়েছিল। আমি সারা জীবন শ্রমিক রাজনীতি করেছি। শ্রমিকদের পাশে থেকেছি। আগামীতেও থাকব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।