জামালপুরের ইসলামপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া গণসংযোগ করেছেন। তিনি ২০ সেপ্টেম্বর, শনিবার উপজেলার সিরাজাবাদ বাজার, মহলগিরি বাজার, মুখশিমলা ও মলমগঞ্জ বাজারে গণসংযোগ করেন।
এ সময় আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ সংস্কারের জন্য ৩১ দফা বাস্তবায়ন করা ছাড়া আর কোন বিকল্প নেই। ৩১ দফা সাধারণ মানুষের কাছে বিতরণ করছি। ৩১ দফাই দেশ গঠনের মূল মন্ত্র। এটি বাস্তবায়ন করতে পারলেই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বিএনপির নেতা-কর্মীদের দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাজনীতি করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে সুস্থ নির্বাচনের বিকল্প নেই। তাই ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা সব পর্যায়ে দলকে একীভূতভাবে কাজ করতে হবে। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে এলাকায় উন্নয়ন ও জনকল্যাণে কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া। তিনি বর্তমানে তিনি আপিল বিভাগের আইনজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সেলিম মিয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-আইন সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য তিনি।