ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রিকশাচালক পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ : রিকশাচালক পরিবারের সংবাদ সম্মেলন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রিকশাচালকের পরিবারসহ তিন পরিবারকে জোরপূর্বক বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। ৩ সেপ্টেম্বর, বুধবার বেলা ১১ টায় বকশীগঞ্জ পৌর শহরের একটি রেস্টেুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সংবাদ সম্মেলনে পৌর শহরের চরকাউরিয়া পশ্চিমপাড়া গ্রামের রিকশাচালক তারা মিয়া বলেন, আমি ও আমার চাচা আবুল হোসেন সোয়া ৮ শতাংশ জমি ও আমার ভাবি সালেমা বেগম সোয়া ৮ শতাংশ জমি কয়েক বছর আগে কিনেছি। সেই জমিসহ ১৬ শতাংশ জমি বসতভিটা হিসাবে আমরা তিনটি পরিবার ব্যবহার করে আসছি।

তিনি বলেন, আমাদের বসতভিটার সাথে আমাদের পাশের গ্রাম দড়িপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে রফিকুল ইসলামের জমি রয়েছে। এ কারণে তিনি আমাদের ১৬ শতাংশ জমিটুকু তার কাছে বিক্রি করতে বলেন। আমরা রাজি না হওয়ায় ওই জমি থেকে আমাদের নানাভাবে উচ্ছেদের পাঁয়তারা করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমাদের জমিটুকু জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করছেন রফিকুল ইসলাম ও তার লোকজনেরা। তাই আমরা প্রশাসনের কাছে আমাদের জমিটুকু রক্ষার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবুল হোসেন ও সালেমা বেগম উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রিকশাচালক পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রিকশাচালকের পরিবারসহ তিন পরিবারকে জোরপূর্বক বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। ৩ সেপ্টেম্বর, বুধবার বেলা ১১ টায় বকশীগঞ্জ পৌর শহরের একটি রেস্টেুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সংবাদ সম্মেলনে পৌর শহরের চরকাউরিয়া পশ্চিমপাড়া গ্রামের রিকশাচালক তারা মিয়া বলেন, আমি ও আমার চাচা আবুল হোসেন সোয়া ৮ শতাংশ জমি ও আমার ভাবি সালেমা বেগম সোয়া ৮ শতাংশ জমি কয়েক বছর আগে কিনেছি। সেই জমিসহ ১৬ শতাংশ জমি বসতভিটা হিসাবে আমরা তিনটি পরিবার ব্যবহার করে আসছি।

তিনি বলেন, আমাদের বসতভিটার সাথে আমাদের পাশের গ্রাম দড়িপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে রফিকুল ইসলামের জমি রয়েছে। এ কারণে তিনি আমাদের ১৬ শতাংশ জমিটুকু তার কাছে বিক্রি করতে বলেন। আমরা রাজি না হওয়ায় ওই জমি থেকে আমাদের নানাভাবে উচ্ছেদের পাঁয়তারা করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমাদের জমিটুকু জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করছেন রফিকুল ইসলাম ও তার লোকজনেরা। তাই আমরা প্রশাসনের কাছে আমাদের জমিটুকু রক্ষার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবুল হোসেন ও সালেমা বেগম উপস্থিত ছিলেন।