গাজায় ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে ইসলামপুর উপজেলা, পৌর ও সরকারি ইসলামপুর কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।
গাজায় গণহত্যার প্রতিবাদে ৮ এপ্রিল দুপুরে সরকারি ইসলামপুর কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় প্রধান সড়ক হয়ে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবীর আহম্মেদ বিপুল, প্রচার সম্পাদক বাবলু সরদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাহিদা আক্তার খানম সুলেখা, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ছামিউল হক লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত, পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব শান্ত, ইসলামপুর সরকারি কলেজ শাখার আ্হ্বায়ক মিঠুন মিয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গাজায় নিরীহ মুসলিম নারী, পুরুষ ও শিশুদের উপর নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। মুসলিমদের জন্য যুদ্ধ করে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি। বিশ্ব নেতাদের গাজার জনগণকে রক্ষায় এগিয়ে আসার দাবি জানিয়ে সকল ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানান বক্তারা।