দেওয়ানগঞ্জে নর্বনিবাচিত চেয়ারম্যান আজাদকে সংবর্ধনা

উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ২৩ মে দুপুরে উপজেলার ডাংধরা, চরআমখাওয়া, পাররামরামপুর, হাতিভাঙ্গা, বাহাদুরাবাদ, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন।

এ সময় দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুজ্জামান, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান আলী, হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় আবুল কালাম আজাদ বলেন, দেওয়ানগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলা গড়ে তুলবো। অবহেলিত মানুষের সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির জন্য নিরলসভাবে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় আমাদেরও কাজ করতে হবে।

২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মো. আবুল কালাম আজাদ ৩০ হাজার ২৭৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।