জামালপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

স্বাস্থ্য দিবসে শোভাযাত্রা বের হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘স্বাস্থ্য অধিকার নিশ্চিতে: কাজ করি একসাথে’ এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে যথাযোগ্য মর্যদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। এ উপলক্ষে ৬ এপ্রিল সকাল ১০টায় জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত সিভিল সার্জন ডা. ফজলুল হক।

আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার গাজী আশিক বাহার, সাবেক সিভিল সার্জন ও জামালপুরে স্বাধিনতা চিকিৎসা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মোশায়ের উল ইসলাম রতন, জামালপুর জেনারেল হাসপতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজেদুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সংস্কৃতি কর্মী তারিকুল ফেরদৌস, এফপিএবির মাহেনুর সিদ্দিকী হ্যাপী, এসপিকের এনামুল হক, সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ফজলুল হক। ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে জামালপুর জেনারেল হাসপাতালের বিদ্যমান সমস্যা দূরিকরণে পদক্ষেপ গ্রহণ, প্রতিটি উপজেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন নতুন কৌশল গ্রহণ করা, সমন্বিত উদ্যোগে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করাসহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হবে।