জামালপুর সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা প্রদান

সম্মাননা গ্রহণ করেন কবি ও সাংবাদিক রাজন্য রুহানি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে সাহিত্য সংসদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কবি, নাট্যজন ও আবৃত্তি শিল্পীদের সম্মাননা প্রদান করেছে জামালপুর সাহিত্য সংসদ।

২২ মার্চ বিকেলে শহরের স্টার কাবাব হোটেলে লেখক শিল্পী ও সুধী সম্মেলনের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হয়।

জামালপুর সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মল্লিকা রাণী দাসের সভাপতিত্বে এবং কবি হৃদয় লোহানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।

কবিতায় সম্মাননা পেলেন যারা : কবি মাহবুব বারী, কবি ও সাংবাদিক রাজন্য রুহানি, কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর, কবি সালেহীন শিপ্রা, কবি শফিক সেলিম, কবি হৃদয় লোহানী প্রমুখ। নাট্যকলায় সম্মাননা পেয়েছেন নাট্যজন আসাদুল্লাহ ফারাজী। আবৃত্তিতে সম্মাননা পেয়েছেন জাকিরুল হক মিন্টু, মিনহাজ উদ্দিন শপথ, অনন্যা সাহা প্রমুখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি-লেখকরা অংশগ্রহণ করেন। সাহিত্য আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে সেখানেই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।