দেওয়ানগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দেওয়ানগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একুশের প্রথম প্রহরে দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যৌথভাবে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন, রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সভায় বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, প. প. ডা. আহসান হাবীব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাংবাদিক খাদেমুল ইসলাম, তারেক মাহমুদ প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।