হুথিদের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি

বাংলারচিঠিডটকম ডেস্ক :
ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ড্রোন লোহিত সাগরে ৬ জানুয়ারি ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। ৭ জানুয়ারি আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড লিখেছে, ৬ জানুয়ারি আনুমানিক সকাল সাড়ে ৯টায় লোহিত সাগরে ইরান সমর্থিত হুথির একটি মানবহীন ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে হুথিরা বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েলগামী সকল জাহাজে তারা হামলা চালাবে।

হুথির পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা বন্ধ হবে না। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। ইসরায়েলের অবিরাম হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৫৫ হাজারের বেশি।

সহসাই এ যুদ্ধ থামছে না বলে আশঙ্কা বিশ্লেষকদের।