সাংবাদিকদের সাথে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের মতবিনিময়

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনে নৌকার প্রার্থী সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করবেন সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ। ২৮ নভেম্বর রাতে জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

মতবিনিময় সভায় জামালপুর সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ তাঁর সরকারি চাকরিকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে দেশ ও বিদেশের বিভিন্ন দায়িত্ব পালনসহ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন পর্যায়ে তাঁর অবদানের কথা তুলে ধরেন। একই সাথে তিনি জামালপুর সদর আসনে এমপি নির্বাচিত হলে জামালপুর সদরে একটি বিমানবন্দর স্থাপন, নতুন ট্রেন সংযোজন, রেলপথের উন্নয়ন, শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ, বেকার সমস্যা দূর করে ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ জামালপুর জেলাকে আরও সমৃদ্ধ উন্নত জেলায় পরিণত করার অঙ্গীকার করেন।

পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মতবিনিময় সভায় বিভিন্ন সংবাদপত্র, অনলাইন সংবাদপত্র ও টিভি চ্যানেলের শতাধিক সাংবাদিক অংশ নেন।