বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ইউএনও অহনা জিন্নাত। ছবি: বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মজনুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের জুলেখা খাতুন, উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য লিপি সাহা, মনিরুজ্জামান মনির প্রমুখ।

আলোচনা সভায় কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, সাংবাদিকসহ বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।