জামালপুরে জেএসডি ছাত্রলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিন। ছবি: বাংলারচিঠিডটকম

এম আলমগীর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : ‘আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র’ স্লোগানে বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) জামালপুর জেলা শাখার প্রতিনিধি সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে শহরের বড় মসজিদ সংলগ্ন মওলানা ভাসানী অনুসারী পরিষদের দলীয় কার্যালয়ে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) জামালপুর জেলা শাখার সভাপতি সোহেল তানভীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী তাজ উদ্দিন সবুজ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) কেন্দ্রীয় সংসদের সভাপতি তৌফিক-উজ-জামান পীরাচা।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, জামালপুর জেলা জেএসডি’র প্রধান উপদেষ্টা লেখক, গবেষক মশিউর আলম বাবুল, জামালপুর জেলা জেএসডি সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, আব্দুল খালেক মাস্টার, হাফিজুর রহমান মাস্টার, আব্দুল আউয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল মালেক, কবি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেহেনা হুসনা মনি, হাফিজুর রহমান এমএ, জামালপুর পৌর (জেএসডি) সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম বাদল, জামালপুর সদর উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক ওমর হোসাইন, ছাত্রঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন মিয়া প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে, দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) জামালপুর জেলা শাখার সোহেল তানভীরকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক এবং সাআদ ইবনে আজহারকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটির নাম ঘোষণা করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

৩৩ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।