জামালপুরে বাল্যবিয়েবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় হাজারও মানুষের অঙ্গীকার

বাল্যবিয়েকে না বলে প্লেকার্ড উঁচিয়ে অঙ্গীকার। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা উপলক্ষে ৩০ আগস্ট স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শরিফপুর উচ্চবিদ্যালয় মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।ছবি: বাংলারচিঠিডটকম

শরিফপুর উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রেজাউর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশনের এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এপির কর্মসূচি ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। সভা সঞ্চালনা করেন শরিফপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক মঞ্জুয়ারা বেগম।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।ছবি: বাংলারচিঠিডটকম

সমাবেশে উপস্থিত হাজারও মানুষ ‘বাল্যবিয়েকে না বলুন’ সম্বলিত প্লে-কার্ড উঁচিয়ে বাল্যবিয়ের বিরুদ্ধে অঙ্গীকার করেন।

আলোচনা সভার আগে ‘দারিদ্রতা বা কুসংস্কার নয় সামাজিক অসচেতনতাই বাল্যবিয়ের মূল কারণ’ বিষয়ের উপর মনোজ্ঞ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয়। বিজয়ী দলের দলনেত্রী শিব্রাতুল মোনতাহার ও তার দল অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। পক্ষ দলের দলনেতা জিহাদ হোসেন ও তার দল রানারআপের ক্রেস্ট গ্রহণ করে। অপরদিকে শরিফপুর উচ্চবিদ্যালয়ে গত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মননা স্মারক তুলে দেওয়া হয়।

এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সভা শেষে জয়রামপুর গ্রামকে বাল্যবিয়েমুক্ত পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠান আয়োজন করে উন্নয়ন সংঘ জামালপুর এরিয়া প্রোগ্রাম এবং সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন জামালপুর এরিয়া প্রোগ্রাম, শরিফপুর উচ্চবিদ্যালয় ও গ্রাম উন্নয়ন কমিটি।

উল্লেখ হংকং সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম জামালপুর পৌরসভা, লক্ষ্মীরচর, শরিফপুর এলাকায় ১০ বছর মেয়াদী কার্যক্রম বাস্তবায়ন করছে।