দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা অনস্বীকার্য : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা অনস্বীকার্য।

প্রতিমন্ত্রী ১৭ আগস্ট জামালপুরের ইসলামপুর উপজেলার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় বেসরকারি সংস্থা পারটিসিপ্যাটরি অ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি) আয়োজিত স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা ও উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে এনজিও খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সেই অবদানের বৈশ্বিক বেশকিছু স্বীকৃতিও এসেছে। তার মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের চেয়েও বাংলাদেশ আর্থসামাজিক সূচকগুলোয় অনেকাংশে এগিয়ে আছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আবাদুন নাছের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মুজিবুর রহমান শাহজাহান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মাজেদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডাইরেক্টর জেনি মিলগ্রোড ডিক্রুজ, পারি এনজিও’র নির্বাহী পরিচালক গ্রাবিয়েল রোজারিও, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সজল গমেজ, পারি’র এরিয়া ম্যানেজার কমল পাল, বোরহান উদ্দিন প্রমুখ।

এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বেড়েগ্রামের সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বেড়েগ্রামকে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা করা হয়।